ঝালকাঠির নলছিটিতে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়েছে।
সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান।
আরও পড়ুন- ৭ ই মার্চের ভাষণ বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষণের স্বীকৃতি – আমির হোসেন আমু
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য খন্দকার মজিবুর রহমান, পৌর আ’লীগের সাধারন সম্পাদক জনারধন দাস, পৌর কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী দুলাল, জেলা সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার খান মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মুঃ আনোয়ার আজিম, কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি, মহিলা বিষয়ক কর্মকর্তা নাইমুন নাহার প্রমুখ।
প্রভাষক মোঃ আমির হোসেনের সঞ্চলনায় আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পটুয়াখালীতে র্যাবের হাতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
পটুয়াখালীতে ৩০ লক্ষ টাকার রেনু পোনা জব্দ, ১ জনকে জরিমানা
গলাচিপায় ৯ লক্ষ ৫০ হাজার টাকার জালনোটসহ এক যুবক গ্রেফতার