বরগুনা জেলা বিএনপি কার্যালয়ের সামনে দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪ টায় বরগুনা জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে -দেশে তেল,গ্যাস,বিদ্যুৎ,পানিসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহের সীমাহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরগুনা জেলা বিএনপির সকল ইউনিট থেকে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক প্রতিবাদ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন – বন্য শুকরের আক্রমণে ছয়জন আহত
এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন–বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লে: কর্নেল (অব): এম এ আবদুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান মাসুদ, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আজগর হায়াৎ মিলনসহ প্রমুখ।
বরগুনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. আবদুল হালিম মোল্লার সঞ্চালনায় এ মহাসমাবেশে জেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতারা এসময়ে বক্তব্য দেন। এসময়ে বরগুনা জেলাসহ সকল উপজেলার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। মেইলে -ছবি দেওয়া আছে।
পটুয়াখালীতে র্যাবের হাতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
পটুয়াখালীতে ৩০ লক্ষ টাকার রেনু পোনা জব্দ, ১ জনকে জরিমানা
গলাচিপায় ৯ লক্ষ ৫০ হাজার টাকার জালনোটসহ এক যুবক গ্রেফতার