বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের বাড়োঘর বাজারের আছিয়া খাতুন সড়কে সড়ক দুর্ঘটনায় আবদুল গনি (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবদুল গনি দুর্ঘটনা কবলিত স্থানের মৃত নইয়ামদ্দিন মৃধার ছেলে।
আরও পড়ুন- চাঞ্চল্যকর ক্লুলেস অপি হত্যার প্রধান আসামী গ্রেফতার
অটোচালক হাসান নামের এক ব্যক্তি জানান, পথচারীদের মধ্যে জহিরুল নামে একটি ছেলে রাস্তায় পড়ে থাকতে দেখে আমার কাছে সহযোগিতা চাইলে আমি এগিয়ে গিয়ে দেখি বৃদ্ধের অবস্থা খুবই করুন। মাথার ডান পাশে খুব মারাত্মকভাবে চোট লেগেছে। তাই আমার অটোতে করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসি। মাথা ব্যান্ডেজ করে ওয়ার্ডে পাঠালেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন- আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার
প্রত্যক্ষদর্শী রুহুল আমিন নামের এক ব্যক্তি জানান, নিহত আব্দুল গনি তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। গনির পরিবারের সবাই বোবা ও প্রতিবন্ধী।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন–এব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
পটুয়াখালীতে র্যাবের হাতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
পটুয়াখালীতে ৩০ লক্ষ টাকার রেনু পোনা জব্দ, ১ জনকে জরিমানা
গলাচিপায় ৯ লক্ষ ৫০ হাজার টাকার জালনোটসহ এক যুবক গ্রেফতার