December 7, 2024, 2:45 pm

পটুয়াখালীর গলাচিপায় র‌্যাবের হাতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ;
রাজাপুরে চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

পটুয়াখালীর গলাচিপায় র‌্যাবের হাতে অপু চন্দ্র শীল(২০) নামের একজন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) গলাচিপা উপজেলার গজালিয়া বাজারের সংলগ্ন রাস্তা হতে ইয়াবাসহ অপুকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী অপু চন্দ্র শীল(২০) গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের অসীম চন্দ্র শীল এর ছেলে।

আরও পড়ুন- চাঞ্চল্যকর ক্লুলেস অপি হত্যার প্রধান আসামী গ্রেফতার

পটুয়াখালী র‍্যাব-৮ কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অপু চন্দ্র শীল নামের মাদক ক্রয়/বিক্রেতাকে ৩৬ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১ টি মোবাইল ফোন, ২ টি সিম উদ্ধার করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় একজন নাপিত হলেও মাদকই তার প্রকৃত ব্যবসা।

আরও পড়ুন- আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে গলাচিপা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।

পটুয়াখালীতে র‌্যাবের হাতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

পটুয়াখালীতে ৩০ লক্ষ টাকার রেনু পোনা জব্দ, ১ জনকে জরিমানা

গলাচিপায় ৯ লক্ষ ৫০ হাজার টাকার জালনোটসহ এক যুবক গ্রেফতার

ইজিবাইক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-১

মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাইকালে পুলিশ সদস্য আটক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা