পটুয়াখালীর গলাচিপায় বিআরডিবি-ভূক্ত নবগঠিত গলাচিপা ইউসিসিএ লি. এর ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় সভা ও সমবায়ীদের মাঝে ঋণ এবং সনদপত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ১১৩ পটুয়াখালী-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে সমবায়ীদের মাঝে ঋণ এবং সনদপত্র তুলে দেন।
আরও পড়ুন- আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম.আর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. মজিবর রহমান।
আরও পড়ুন- চাঞ্চল্যকর ক্লুলেস অপি হত্যার প্রধান আসামী গ্রেফতার
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরডিবি কর্মকর্তা মাহবুব হাসান শিবলী।
আরও উপস্থিত ছিলেন গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সকল ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার সকল আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ।
আরও পড়ুন- গলাচিপায় ৫০তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ উদ্বোধন
এ সময় প্রধান অতিথি এস এম শাহজাদা (এমপি) বলেন, সমবায়ীরা দেশের সম্পদ। দেশ এগিয়ে যাচ্ছে। সমবায়ীদের মধ্যে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হচ্ছে। আপনারা ঋণ নিয়ে কাজ করে স্বাভলম্বী হবেন বলে আমার বিশ্বাস।
পটুয়াখালীতে র্যাবের হাতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
পটুয়াখালীতে ৩০ লক্ষ টাকার রেনু পোনা জব্দ, ১ জনকে জরিমানা
গলাচিপায় ৯ লক্ষ ৫০ হাজার টাকার জালনোটসহ এক যুবক গ্রেফতার