January 15, 2025, 9:30 am

সৌদি প্রবাসীর বসতঘর আগুনে পুড়ে ছাই

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
সৌদি প্রবাসীর বসতঘর আগুনে পুড়ে ছাই
ছবিঃ সৌদি প্রবাসী শামসুল হক এর আগুনে পুড়ে যাওয়া বসতঘর

ঝালকাঠির রাজাপুরে অগ্নিকাণ্ডে সৌদি প্রবাসীর বসতঘর পুড়ে ছাই।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজাপুর উপজেলার পূর্ব বাদুরতলা এলাকার মো. শামসুল হক হাওলাদারের বসতঘরে এ ঘটনা ঘটে। শামসুল হক ঐ এলাকার মৃত রাজ্জাক হাওলাদারের ছেলে। তিনি বর্তমানে সৌদি আরব রয়েছেন।

প্রবাসী শামসুল হকের স্ত্রী লিজা বেগম জানায়, সন্ধ্যায় তারা ঘরে তালা লাগিয়ে সবাই পাশের একটি মাহফিলে যায়। ঘরে আগুন লাগার খবর পেয়ে বাড়িতে ছুটে এসে দেখে সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরসহ ঘরের সমস্ত মালামাল পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন।

স্থানীয়রা জানায়, ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনা স্থলে পৌছানো আগেই সব পুড়ে শেষ হয়ে যায়। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে ব্যাপারে নির্দিষ্ট করে কেউ কিছু বলতে পারেনি।

ফায়ার সার্ভিস ষ্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পৌছানোর আগেই স্থানীয়রা আাগুন নিয়ন্ত্রণে আনে। কিভাবে আগুন লাগছে তদন্ত না করে বলে যাচ্ছে না।

গলাচিপায় ৯ লক্ষ ৫০ হাজার টাকার জালনোটসহ এক যুবক গ্রেফতার

স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ

ইজিবাইক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-১

মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাইকালে পুলিশ সদস্য আটক

দশ টাকার জন্য দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ছাত্রকে গলা কেটে হত্যা

এক যুবককে কুপিয়ে হত্যা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা