ঝালকাঠির নলছিটি উপজেলায় সুগন্ধা নদীর ভাঙন রোধে নলছিটি বরিশাল প্রধান সড়ক রাক্ষার কার্যকর ব্যবস্থা গ্রহন করতে সরজমিনে পরির্দশন করেছে বরিশাল সড়ক ও জনপথের অতিরিক্ত প্রকৌশলী আবু হেনা তারেক ইকবাল এবং ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোঃ রাকিব হোসেন।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নলছিটির মল্লিকপুরে সুগন্ধা নদী ভাঙ্গন এলাকা পরির্দশন করেন তারা।
দীর্ঘদিন ধরে নদীর ভাঙনে নলছিটির মল্লিকপুর থেকে দপদপিয়া এলাকার বিস্তীর্ণ জনপদ বিলীন হয়ে যাচ্ছে। ভাঙনের মুখে রয়েছে নলছিটি-বরিশাল সড়কসহ বসতঘর, ফসলি জমি, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান। এসব এলাকার ভাঙন রোধে স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে প্রতিনিয়ত।
ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোঃ রাকিব হোসেন জানান খুব শিঘ্রই নদী ভাঙ্গন রোধে কাজ শুরু হবে। এবং টেকসই ভাঙ্গন রোধে একটি প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
ইজিবাইক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-১
বরগুনায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত
মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাইকালে পুলিশ সদস্য আটক
দশ টাকার জন্য দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ছাত্রকে গলা কেটে হত্যা