বরগুনার বামনা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদকে মারধরের মামলায় ছাত্রলীগের সভাপতি মোর্শেদ শাহরিয়ার গোলদার ও সাধারণ সম্পাদক আল আমিন হোসেন জনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে বরগুনার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাসেল মজুমদার এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ২২শে মার্চ ২১ইং ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থী’র সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও মারধরের ঘটনা ঘটে। এসময় তৎকালীন বামনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তারিকুজ্জামান সোহাগ গুরুতর আহত হন।
এ ঘটনায় তারিকুজ্জামান সোহাগ বাদী হয়ে ১৩ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন। এসময় ১৩ জন আসামির মধ্যে আদালত ১১ জনের জামিন মঞ্জুর করে। বাকি অভিযুক্ত প্রধান দুই আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এ দুই আসামি হলেন, বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার গোলদার ও সাধারণ সম্পাদক আল আমিন হোসেন জনী।
ইজিবাইক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-১
বরগুনায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত
মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাইকালে পুলিশ সদস্য আটক
দশ টাকার জন্য দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ছাত্রকে গলা কেটে হত্যা