ঝালকাঠির রাজাপুরে জাটকা ইলিশ মাছ পরিবহন করার অপরাধে দুই পরিবহনের চালকসহ ছয় ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাত পৌনে ৮টার দিকে উপজেলা সদরের বাইপাস মোড় এলাকায় ইসলাম ও রাজিব নামে ঢাকা গামী দুইটি পরিবহনে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মো. মোক্তার এ দণ্ড প্রদান করেন।
এ সময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মোজ্জামেল হক উপস্থিত ছিলেন। জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
ইউএনও জানান, পাথরঘাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এ বাস দুটির বক্সে করে নিষিদ্ধ সময়ে কয়েকটি প্যাকেটে প্রায় ১০-১৫ মণ জাটকা বহন করে নিয়ে যাচ্ছিল। অভিযান চালিয়ে জাটকা জব্দ করে এতিমখানা বিতরন করা হয়েছে এবং বাসের ৬ স্টাফকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলো বরিশাল সাহেবেরহাট চরকরনজি এলাকার মৃত আলী আজিম খানের ছেলে মো. শামিম হোসেন খান (৪৯), সোবাহান হাওলাদারের ছেলে মো. জাকির হোসেন (৫০), মাদারীপুর রাজোর মাচর এলাকার মো. কাঞ্চন সিকদারের ছেলে মো. নাঈম সিকদার (২৪), গোপালগঞ্জ মোকছেদপুর হরিচাদ এলাকার মো. মজিবর মোল্লার ছেলে মো. শাহজাহান মোল্লা (৩২), বরগুনা রামনা এলাকার মো. দুলাল হাওলাদারের ছেলে মো. আল-আমিন (২৪), পাথরঘাটা কাকচিড়া এলাকার মো. জাহাঙ্গির জোমাদ্দারের ছেলে হৃদয় জমাদ্দার (২৩)।
ইজিবাইক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-১
বরগুনায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত
মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাইকালে পুলিশ সদস্য আটক
দশ টাকার জন্য দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ছাত্রকে গলা কেটে হত্যা