পটুয়াখালীর গলাচিপায় মৎস্য অধিদপ্তরের জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদদ হোসেনের নেতৃত্বে,১৫ ফেব্রয়ারী বুধবার দুপর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্রতা মোঃ জহিরুন্নবী, নৌ- বাহিনীর ইনচার্জ এম মিজানুর রহমান ( ইআরএ-৪) ও গলাচিপা থানার এ এস আই দিবাকর, এর যৌথ অভিযানে তেতুলিয়া নদী শাখার চিকনিকান্দী ইউনিয়ন সূতাবাড়িয়া ও দশমিনা উপজেলার সংযুক্ত নদীর থেকে ৯ টি অবৈধ বাধাঁ জাল জব্দ করা হয়।
সিনিয়র মৎস্য কর্মকর্রতা জহিরুন্নবী জানানা, বেহুন্দী সহ অন্যান্ন অবৈধ জাল উচ্ছেদের জন্য বিশেষ কোম্বিন অপারেশন ২০২২ এর চতুর্থ ধাপের আজ তৃতীয় দিন।
কোম্বিন অপারেশন বিষয়ে জেলা মৎস্য কর্মকর্রতা মোল্লা এমদাদ হোসেন বলেন বিশেষ কোম্বিন অপারেশন ২০২২ এর চতুর্থ ধাপের আজ তৃতীয় দিন চল্লেও আরও পাঁচ দিন এ অভিযান চলবে। পরে জব্দ কৃত জালা গুলো সূতাবাড়িয়া খেয়া ঘাট সংলগ্ন নদীর পারে জনসাধারণের সম্মুখে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
বরগুনায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত
মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাইকালে পুলিশ সদস্য আটক
দশ টাকার জন্য দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ছাত্রকে গলা কেটে হত্যা