January 15, 2025, 10:16 am

বরগুনায় প্রধানমন্ত্রীর উপহার পেলো তৃতীয় লিঙ্গের দুই সদস্য

তরিকুল ইসলাম রতন, বরগুনা;

বরগুনায় প্রধানমন্ত্রীর দেওয়া তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের দু -জনকে ছাগল প্রদান করলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। এছাড়াও পর্যায়ক্রমে জেলার আরও ৩০ জন তৃতীয় লিঙ্গকে দেওয়া হবে সরকারি ঘর।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে ছাগল হস্তান্তর করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান ।

আরও পড়ুন- শাহবাগের রাস্তার পাশে থেকে দুটি নবজাতকের মরদেহ উদ্ধার

এসময়ে তিনি বলেন, সমাজের অবহেলিত এই তৃতীয় লিঙ্গের গোষ্ঠী তারা কারও কোন সহযোগিতা পায়না। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের স্বচ্ছলতার জন্য ছাগল বিতরণ করা হয়। এছাড়াও গৃহহীন তৃতীয় লিঙ্গদের প্রত্যেকে বসত ঘর পাবেন।

এছাড়াও বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিয়া শারমিন, জেলা সমাজ অধিদপ্তরের উপপরিচালক কাজী মুহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদি হাসান, বেতাগী পৌর মেয়র গোলাম কবির, সহকারী কমিশনার মেহেদী হাসান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিয়াউর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

দশ টাকার জন্য দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ছাত্রকে গলা কেটে হত্যা

বরগুনায় ৪৮ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার

এক যুবককে কুপিয়ে হত্যা

ইউপি সদস্যকে ইয়াবাসহ গ্রেফতার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা