রাজধানীর শাহবাগ এলাকার টিএসসি রাস্তার পাশে পরিত্যক্ত কাপড়ে মোড়ানো দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।
রোববার (১৩ ফেব্রুয়ারি) ভোরে কাপড়ে মোড়ানো অবস্থায় ওই মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শাহাবউদ্দিন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ গেটের বিপরীত পাশে ছবির হাট থেকে টিএসসি যাওয়ার সময় রাস্তার মাঝখানে পাশে পরিত্যক্ত অবস্থায় একটি বাক্সে কাপড়ে মোড়ানো দুটি নবজাতকের মরদেহ পাওয়া যায়। কে বা কাহারা মরদেহ দুটি ফেলে গেছে প্রাথমিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, নবজাতক দুটির বয়স সর্বোচ্চ ১-২ দিন।
তিনি আরও বলেন, হয়তো রাতের বেলা কেউ তাদের ফেলে গেছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
দশ টাকার জন্য দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ছাত্রকে গলা কেটে হত্যা