বগুড়ার নিশিন্দারায় তুহিন বাবু ওরফে কুইন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা।
শনিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১ টার দিকে শহরের নিশিন্দারা পূর্ব খা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আরও গুরুতর আহত হয়েছেন দুইজন । তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত দুইজন হল- রহিম ও ঝন্টু । নিহত তুহিন বাবু একই এলাকার শহিদুর রহমানের ছেলে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, নিশিন্দারা পূর্বপাড়া এলাকায় একটি ব্যাডমিন্টন খেলার মাঠে স্থানীয় যুবকরা পিকনিকের আয়োজন করে। শনিবার রাত ১১ টার দিকে সেখানে খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছিল। এসময় একদল যুবক ধারালো অস্ত্র নিয়ে তুহিন বাবুকে এলোপাতাড়ি কোপায় এবং সাথে থাকা রহিম ও ঝন্টু গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তুহিন বাবু ওরফে কুইনকে মৃত ঘোষণা করে।
ওসি আরও জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
দশ টাকার জন্য দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ছাত্রকে গলা কেটে হত্যা
বরগুনায় ৪৮ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার