ভোলার চরফ্যাশন উপজেলায় এক ইউপি সদস্যকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। আটক ইউপি সদস্যের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার টাউন হলের দক্ষিণ পাশে সিরাজ মিয়ার বাসার পাশ থেকে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াব (৩৫)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী নোয়াব (৩৫) চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত মোতাহার মিয়ার ছেলে।
মামলা সুত্রে জানাযায়, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবাসহ ইউপি সদস্য আসামী নোয়াবকে আটক করা হয়। আটক ইউপি সদস্য নোয়াবের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং০৭। বুধবার সকালে তাকে চরফ্যাশন আদালতের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
বরগুনায় ৪৮ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনা নিহত ২, আহত ৩