December 8, 2024, 3:56 am

বরগুনায় ৪৮ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার ; বরগুনা
বরগুনায় ৪৮ হাজার পিস ইয়াবা সহ একজনকে গ্রেফতার

বরগুনার বামনা হতে ৪৮,০০০ (আটচল্লিশ হাজার) পিস ইয়াবসহ ১(এক)জন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করে র‍্যাব- ৮ ।

শুক্রবার (৪ ফেব্রুয়ারী) ৩ টা:১৫ মিনিটে বরগুনা জেলার বামনা থানাধীন ০৪নং ওয়ার্ড বামনা পূর্ব শফিপুর নামক স্থান থেকে মোঃ নজরুল ইসলাম(৪২) নামের ব্যক্তিকে ইয়াবসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী বরগুনার বামনা থানাধীন ০৪নং ওয়ার্ডের পূর্ব শফিপুর গ্রামের মৃত আবু হাশেম সিকদারের ছেলে।

র‍্যাব-৮ এর সূত্রে জানা যায়, পটুয়াখালী র‌্যাব-৮, সিপিসি-১ ক্যাম্প এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম এর নের্তৃত্বে চলমান মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। এরই ধারাবাহিকতায় ৪ ফেব্রুয়ারী গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার বামনায় অভিযান পরিচালিনা করে ৪৮ হাজার পিচ ইয়াবা মদকসহ মোঃ নজরুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় সে একজন জেলে হলেও মাদকই তার প্রকৃত ব্যবসা।

আসামীর নিকট হতে ৪৮,০০০ (আটচল্লিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, ১ (এক)টি মোবাইল ফোন, ১ (এক)টি সীম উদ্ধার করা হয়। কথিত ইয়াবা ট্যাবলেটের অবৈধ বাজার মূল্য অনুমান ১,৪৪,০০,০০০/- (এক কোটি চুয়াল্লিশ লক্ষ) টাকা।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার বামনা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে বরগুনা জেলার বামনা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনা নিহত ২, আহত ৩

বাল্য বিবাহ আয়োজনের দায়ে বর ও কনের বাবার অর্থদণ্ড

ট্রাকের চাপায় প্রাণ গেল স্কুল ছাত্রের; আহত ৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা