রাজধানীর মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকার একটি বাসা থেকে মো. জামাল উদ্দিন (৬০) নামে এক নিরাপত্তাকর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, মঙ্গলবার দিনগত রাতে ৯৯৯ এ ফোন পেয়ে সেখানে গিয়ে সেনপাড়া ৫৬ নম্বর বাড়ির নীচ তলার গ্যারেজের ভেতর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তার গলায় কাটা দাগ ছিল। পুরুষাঙ্গ কাটা ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পুলিশের এই কর্মকর্তা জানান, জামাল উদ্দিন ওই বাড়ির নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন। নিহতের গ্রামের বাড়ি ফেনী জেলার ফুলগাজী থানায়। তার স্ত্রী ও চার সন্তান দেশেই থাকেন।
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনা নিহত ২, আহত ৩