পটুয়াখালী জেলার কলাপাড়ায় (কুয়াকাটা টু কলাপাড়া) যমুনা লাইন নামের একটি বাসের চাপায় মহাসড়কে ব্যাটারিচালিত ইজিবাইক ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন যাত্রী।
বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল আটটায় কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের ঘুটাবাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ১. বায়েজীদ (১৪) তিনি নীলগঞ্জ ইউনিয়নের গামরতলা গ্রামের ইউনুচ আলীর ছেলে ও ২. সেলিম তালুকদার (৪৭) একই এলাকার তানজের তালুকদারের ছেলে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গামরতলা এলাকা থেকে ইজিবাইকটি পাঁচজন মাছ ব্যবসায়ীকে নিয়ে কলাপাড়ার দিকে আসছিলেন। পথে ঘুটবাছা এলাকা নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা লাইন নামের (ঢাকা মেট্রো-ব-১৫-৮৫২১) একটি বাস ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। বাকি আরও ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।
বাল্য বিবাহ আয়োজনের দায়ে বর ও কনের বাবার অর্থদণ্ড