ঝালকাঠির নলছিটিতে কথিত ফার্মাসিউটিক্যালস্ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মিজানুর রহমান নয়নকে স্থায়ীভাবে বহিস্কার করেছে নলছিটি উপজেলা শাখার বাংলাদেশ কেমিষ্ট আ্যান্ড ড্রাগিষ্ট সমিতি (বিসিডিএস) ।
সোমবার (৩১ জানুয়ারি) উপজেলার হাসপাতাল সড়কস্থ অস্থায়ী কার্যালয়ে সমিতির সভাপতি ডাঃ মোঃ ইউসুফ আলী তালুকদারের স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয় ।
নানা সূত্রে জানা গেছে, শরীফ ফার্মাসিউটিক্যালস্ লিঃ এর নলছিটি উপজেলায় সাবেক দায়িত্বপ্রাপ্ত মেডিকেল প্রতিনিধি মিজানুর রহমান নয়ন উপজেলার হাসপাতাল সড়কস্থ সিটি ফার্মেসীর স্বত্তাধিকারীর সাথে ১০ জানুয়ারি রাত ১২ টার দিকে অশোভন আচরণ করেন । এর প্রেক্ষিতে উক্ত ফার্মেসীর মালিক নলছিটি উপজেলা শাখার বিসিডিএস বরাবরে লিখিত অভিযোগ দাখিল করায় তদন্ত স্বাপেক্ষে স্বাক্ষ প্রমাণের ভিত্তিতে ২৮ জানুয়ারি সকাল ৯টায় বিসিডিএস এর এক জরুরী সভায় ভন্ড, প্রতারক ও মিথ্যাবাদী কথিত মেডিকেল প্রতিনিধি মিজানুর রহমান নয়নকে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রদান করেন । এ সময় তার সাথে সকল ঔষধ ব্যবসায়ীদেরকে লেনদেন ও ক্রয় বিক্রয় থেকে স্থায়ীভাবে বিরত থাকার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয় ।
এছাড়াও মিজানুর রহমান নয়ন এষ্ট্রা বায়োফার্মা লিঃ এ ঝালকাঠিতে কর্মরত অবস্থায় কোম্পানীর প্রায় ৫৪ হাজার টাকা আত্মসাৎ করেছে বলেও জানিয়েছেন কোম্পানীর এএম আঃ কুদ্দুস । মিজানুর রহমান নয়নের বিরুদ্ধে অভিযোগ করে খোদ শরীফ ফার্মার আরএসএম অমল বাবু জানিয়েছেন নানা কৌশলে কোম্পানীর ১ লক্ষ ১২ হাজার ৯ শত ৪৭ টাকা আত্মসাৎ করে গা ঢাকা দিয়ে আছেন । মিজানুর রহমান নয়ন জাল জালিয়াতির মাধ্যমে ভুয়া একাডেমিক সনদ দাখিল করে নানা অনিয়ম ও আত্মসাতের মাধ্যমে কোম্পানীর সুনাম নষ্ট করেছেন বলেও এন্তার অভিযোগ রয়েছে ।
বাল্য বিবাহ আয়োজনের দায়ে বর ও কনের বাবার অর্থদণ্ড