ঝালকাঠির রাজাপুরে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ন্যায় বিচার, ভিসির অপসারণ, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ, হল গুলোতে আবাসন সমস্যার সমাধান ও মানসম্মত খাবার পরিবেশনের দাবীতে প্রতিকি অনশন পালিত হয়েছে।
মঙ্গলবার (২৫জানুয়ারি) সকাল ৯টায় রাজাপুর সরকারি কলেজ প্রাঙ্গনের শহীদ মিনারে উপজেলা ও রাজাপুর সরকারি কলেজ ছাত্রদল যৌথভাবে এ আয়োজন করেন।
এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আলইমরান কিরন, সদস্যসচিব মো. রফিকুল ইসলাম, কলেজ ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. মাইনুল ইসলামসহ প্রায় ৩০জন নেতাকর্মী অনশনে অংশগ্রহন করেন।