ঝালকাঠির রাজাপুরে জাটকা ইলিশ বিক্রয় ও অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের অপরাধে দুই ব্যক্তিকে আট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের বাইপাসমোড় ও দুপুরে বিষখালী নদীতে মৎস্য বিভাগ উপজেলা অভিযান চালিয়ে তাদের আটক করে।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মো. মোক্তার হোসেন তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলো উপজেলার দক্ষিন রাজাপুর এলাকার মৃত হোসেন আলী হাওলাদারের ছেলে মো. রুস্তুম হাওলাদার (৬০) ও উত্তর উত্তমপুর এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে মো. হেমায়েত হোসেন (৪৫)। তাদের কাছ থেকে ২৫ কেজি জাটকা উদ্ধার করে এতিমখানায় বিতরণ ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।