দিনাজপুরের নবাবগঞ্জে টিকা নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় হুমায়ুন কবির (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
১৭ জানুয়ারী সোমবার সকাল ১১টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা শহরে টিকা নিতে যাওয়ার পথে ভাদুরিয়া দাউদপুর রোডের আখিরায় ট্রোলির সঙ্গে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্য ঘটে তার।
নিহত ছাত্র উপজেলার ভাদুরিয়া উইনিয়নের শিবরামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। সে এলাকার হেলেণ্চা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
আরও পড়ুন- ১০০ বোতল ফেন্সিডিলসহ আটক- ২
হেলেণ্চা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিপি খাতুন মুঠোফোনে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে যাওয়ার পথে অবস্থানরত অটোরিকশার সাথে সামনের দিক আসা একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই আমাদের স্কুলের নবম শ্রেণির ছাত্র হুমায়ুন কবির এর মৃত্যু হয়। আর সাথে থাকা আরেক ছাত্র আহতাবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ছাত্রের মরদেহ তার পরিবারের কাছে দেয়া হয়েছে। এ ঘটনায় আরও একজন ছাত্র আহত হয়েছে। ঘাতক ট্রলি পালিয়ে গেছে। আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।