পটুয়াখালীর গলাচিপায় মোঃ রাসাদ খান(৩৯) নামেন একজন গাঁজা ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেফতার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১৬ জানুয়ারি) একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গলাচিপা থানাধীন পূর্ব আটখালী হতে গাঁজা ব্যবসায়ী রাসাদ খানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী পটুয়াখালীর গলাচিপা থানাধীন সূতাবাড়িয়া এলাকার মোঃ ইব্রাহিম খান এর ছেলে।
র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নের্তৃত্বে আনুমানিক ১২:৩০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। আসামীর নিকট হতে ওজন ৭৭০ (সাতশত সত্তর) গ্রাম কথিত গাঁজা, ০২ (দুই) টি মোবাইল ফোন এবং ০৩(তিন)টি সীম উদ্ধার করা হয়। ধৃত আসামী অত্র থানাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত গাঁজা ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।