পটুয়াখালী জেলার গলাচিপা থানার ইন্সপেক্টর তদন্ত আতিকুল ইসলাম মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।
সোমবার ০৯ জানুয়ারি ২০২২ পটুয়াখালীতে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম মহোদয় গলাচিপা থানার অফিসার ইনচার্জ জনাব এম আর শওকত আনোয়ার ইসলাম এর নিকট সম্মাননা ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করেন।
আরও পড়ুন – রাষ্ট্রবিরোধী স্টাটাস দেয়ায় ২ প্রবাসীর শাস্তির দাবিতে মানববন্ধন
এসময় সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোহাম্মদ মাহফুজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও জেলার সকল থানার অফিসার ইনচার্জ।