পটুয়াখালীর গলাচিপায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার বেলা বারোটায় গলাচিপা পৌর শহরের প্রধান খালের উপর গড়ে ওঠা এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) নজরুল ইসলাম। এ সময় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন- ঝালকাঠিতে লঞ্চ মালিকদের বিরুদ্ধে আরও একটি মামলা; ১ জনের মরদেহ উদ্ধার
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম জানান, ৩ কিলোমিটার এলাকাজুড়ে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর আগে তাদের নোটিশ প্রদান করা হয়েছিলো। পর্যায়ক্রমে এ উপজেলার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হইবে।