বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের কিরণপুর গ্রাম থেকে একাধিক মাদক মামলার আসামি লিটন মিয়া নামক এক মাদক কারবারি কে ৫০০ পিচ ইয়াবা সহ গ্রেপ্তার করেছে বরগুনা জেলা গোয়েন্দা সংস্থা ডিবি।
শুক্রবার ১৭ ডিসেম্বর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এক চিড়ুনী অভিযান চালিয়ে রাত পৌনে আটটার দিকে তাকে গ্রেফতার করে।
জানাযায়, এ অভিযানে বরগুনা জেলা গোয়েন্দা সংস্থার উপ-পুলিশ পরিদর্শক সুশীল কুমার দাসের নেতৃত্বে অংশ নেয় এ এস আই মাসুম বিল্লাহ, এসআই জালাল আহমেদ, ডিবি সদস্য প্রিন্স শিমলাই সহ একাধিক সদস্যরা।
মাদক কারবারি লিটন মিয়ার বাড়িতে সন্ধ্যা থেকেই তারা ওৎ পেতে থাকে। রাত পৌনে আটটার দিকে ইয়াবা ব্যবসায়ী লিটন বেচাকেনার উদ্দেশ্যে ইয়াবা নিয়ে বের হলে তারা তাকে ৫০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে বরগুনা জেলা গোয়েন্দা শাখা কার্যালয় নিয়ে আসে।
আরও পড়ুন – আমতলীতে হিন্দী গান আর নাচের মধ্যদিয়ে বিজয় দিবস পালন- জনমনে ক্ষোভ
এবিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা শাখার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সুশীল কুমার দাস বলেন -গ্রেফতারকৃত লিটনের বিরুদ্ধে মাদক মামলা আছে। এলাকায় সে চিহ্নিত মাদক ব্যবসায়ী। বরগুনা জেলা পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গির মল্লিক ও জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ মোঃ আবিদুর রহমানের নেতৃত্বে ও তাদের সঠিক দিকনির্দেশনায় আমরা অভিযান চালিয়ে লিটনকে ৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করতে সক্ষম হই।
বরগুনা জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ -মোহাম্মদ আবিদুর রহমান জানান, কোন এক গোপন সংবাদের ভিওিতে আমরা জানতে পেরে ৫০০ পিচ ইয়াবাসহ লিটনকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ১০এর (ক) ধারায় একটি মামলার প্রস্তুতি চলছে।