পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঢাকাস্থ চালিতাবুনিয়া সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল ২৫) চালিতাবুনিয়া মমতাজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে সংগঠনের সভাপতি ইমরান পারভেজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম মোর্তোজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিক্ষানুরাগী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ড. আব্দুল লতিফ মাসুম।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রাকিবুল হাসান আলমাস, ইঞ্জিনিয়ার সাব্বির মাহমুদ, সহসভাপতি অলিউল ইসলাম, রাহাত সাইফুল, রুবেল মুফতী, সাংগঠনিক সম্পাদক শাহীন মৃধা, ধর্ম বিষয়ক সম্পাদক ডা: আইয়ুব হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রায়হাম নাঈফ, আইন বিষয়ক সম্পাদক কামরুল হাসান জয়, সদস্য আক্তার হোসাইন সহ চালিতাবুনিয়ার বিশিষ্ট ব্যক্তিগণ।
আজ বিকাল ৩ টায় প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
আরও পড়ুন- ঢাকাস্থ চালিতাবুনিয়া সমিতি উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত