পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাশবাড়িয়া এলাকার চারুছিপাই বাজার সংলগ্ন মৃত ফয়েজউদ্দিন হাওলাদার এর ছেলে মোঃ আলতাফ হাওলাদার তার ক্রয়কৃত জমিতে ঘর তুলতে গেলে বাধা এবং চাঁদা দাবি করা হয়, এই মর্মে ৫ জনকে আসামি করে গলাচিপা থানায় একটি চাঁদাবাজির মামলা করা হয়।
সেই মামলা প্রত্যাহার করা হবে এ মর্মে সংবাদ সম্মেলন করেন বাদী মোঃ আলতাফ হাওলাদার।
মঙ্গলবার (২ এপ্রিল) বাঁশবাড়িয়া এলাকার চারুছিপাই বাজারে দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মামলার বাদী মোঃ আলতাফ হাওলাদার বলেন, যাদের কাছথেকে জমি ক্রয় করেছি তাদের নিজস্ব দ্বন্দ্বের কারণে আমার ঘর তোলার সময় বাধা দেয়া হয়। ভুল বোঝাবুঝির একপর্যায়ে বড় ধরনের সংঘর্ষের সৃষ্টি হয়। সেই সংঘর্ষকে কেন্দ্র করে কবির খান, তরিকুল খান, শহিদুল খান, সাদ্দাম খান ও ফিরোজ খানকে আসামি করে এই চাঁদাবাজি মামলা করা হয়েছে।
আমি আমার ভুল বুঝতে পেরেছি আসলে মামলাটা করা উচিত ছিল না, আমি আমার করা চাঁদাবাজি মামলা প্রত্যাহার করে নিবো। আমি এ মামলার জন্য দুঃখ প্রকাশ করছি।