ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে অসহায় দরিদ্র নারীদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার আমখোলা ইউনিয়নের কালাইকিশোর গ্রামে অসহায় হত দরিদ্র নারীদের মধ্যে এসব শাড়ি বিতরণ করা হয়েছে।
শাড়ি হাতে পেয়ে অসহায় ফরিদা বেগম (৬৫) বলেন, ‘আমি ভাবতে পারি না আমাগো গ্রামে আইসা আমারে ঈদে কেউ নতুন কাপড় দিবে। গত ৫-৬ বছর ঈদে নতুন কাপড় পাই নাই। আইজ আমার মনে হয় সত্যিই ঈদ আইছে।’
চন্দ্র ভানু (৭০) বলেন, ‘বাবা আমি কবে ঈদে নতুন কাপড় পরছি তা আমার মনে নাই। তিন বেলা খাইতে পারি না, হের উপর আবার নতুন কাপড়। আমারে যারা নতুন কাপড় দিছে আল্লায় হেগো ভালো রাহুক।’
বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন জায়গায় ২০ জন অসহায় দরিদ্র পরিবারের নারীদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে।
বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার অন্যতম সদস্য জহিরুল ইসলামের সহযোগিতায় আহবায়ক হুজ্জাতুল ইসলামের নেতৃত্বে এসব শাড়ি বিতরণ করা হয়েছে।