পটুয়াখালীতে আতশবাজি ফোটাতে গিয়ে এক শিশুর নিহত হয়েছে। এ ঘটনায় দুই কিশোর আহত হয়েছে। নিহত শিশু স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলো।
৩০ মার্চ রোববার রাত ৮টা ৩০ মিনিটে জেলা শহরের মুন্সেফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পটুয়াখালী সদর পৌর নিউমার্কেটের মাছ ব্যবসায়ী মনির হাওলাদারের ছেলে মোহাম্মদ রাফি (৮) এর নিহত হয়েছে। সাথে থাকা আরও কিশোর আহত হয়েছে। তাদের হাত ও চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে । আহতরা হলো, মো. বেলাল তালুকদার (১৬) ও তার চাচাতো ভাই মো. রাব্বি (১৫)। তাদের বাড়ি সদর উপজেলার হকতুল্লা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের বাধা সত্ত্বেও রাফি গতকাল রাতে বন্ধুর সঙ্গে স্থানীয় বাজারে আতশবাজি ফোটাতে যায়। এ সময় আতশবাজির একটি অংশ রাফির শ্বাসনালিতে প্রবেশ করে মারাত্মক আঘাত করে। এ ছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ বলেন, এ ধরনের দুর্ঘটনা খুবই দুঃখজনক। অভিভাবকদের সচেতন হতে হবে। কোন অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।