চাঁদা না পেয়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চারুইচিপাই বাজারে একটি নির্মাণাধীন বাড়ির কাজ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা।
১৮ মার্চ মঙ্গলবার সকালে চিকনিকান্দি -পাতাবুনিয়া মহাসড়কের চারুইচিপাই বাজারে আলতাফ হোসেন হাওলাদারের নির্মানাধীন বাড়িতে এ ঘটনা ঘটে। সন্ত্রাসীরা এ সময় এক নারীসহ ৩ জনকে পিটিয়ে আহত করে।
নির্মাণাধীন ওই বাড়ির মালিক আলতাফ হোসেন হাওলাদার জানান, আমি স্থানীয় সুনিল মাস্টারের কাছ থেকে ৭ শতাংশ জমি দুই বছরে আগে ক্রয় করি, সেই জমিতে বাড়ির নির্মাণ কাজ শুরু করি।ঘটনার দিন সকালে আমার কাছে মোটরসাইকেলে আসা কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে এসে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা ভাঙ্চুর, লুটপাট করে আলতাফ হোসেন হাওলাদার(৬৫), জলিল হাওলাদার(৫৫) ও রহিমা বেগম(৫০) কে পিটিয়ে আহত করে এবং নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে চলে যায়।
এই বিষয় আলতাফ হোসেন হাওলাদার অভিযোগ করেন হলেন, মোঃ সাদ্দাম (২৫) পিতা-মোঃ রত্তন খা, মোঃ ফিরোজ (৩৫) পিতা-মোঃ জয়নাল খা, শহিদুল (৩৫) পিতা-মোঃ রত্তন খা, সর্ব সাং- বাঁশবাড়িয়া, ০৭নং ওয়ার্ড, ইউপি-কলাগাছিয়া, কবির খা(৪০) পিতা-নজির আহম্মেদ খা, সাং-কোটখালী, ইউপি-চিকনিকান্দি, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী সহ আরও কিছু লোক এই হামলা করে। গলাচিপা থানায় এ বিষয়ে মামলা করা হয়েছে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান জানান, এ বিষয়ে মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানের ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন- গলাচিপায় মিথ্যা ষড়যন্ত্র ও বিদ্বেষ ছড়ানোর প্রতিবাদে ইউনিয়ন বিএনপির নেতার সংবাদ সম্মেলন