পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধারন সম্পাদক-আমখোলা ইউনিয়ন আওয়ামী লীগ মোঃ কামরুজ্জামান মনির (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
গলাচিপা থানাধীন আমখোলা বাজার হইতে তাকে গ্রেফতার করা হয়। মোঃ কামরুজ্জামান মনির উপজেলার আমখোলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত ইদ্রিস মিয়া ছেলে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে গলাচিপা থানাতে মামলা রয়েছে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান ৭১বিডি২৪কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমখোলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মনির বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তাকে ১০ মার্চ দুপুর ২ টায় আমখোলা বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। একই দিন তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
আরও পড়ুন – চিকিৎসকের অবহেলায় গলাচিপায় নবজাতকের মৃত্যু