পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গ্রামর্দ্দন গ্রামে জমি-জমার বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা হত্যা মামলার চার আসামী পটুয়াখাীলী র্যাব-৮, সিপিসি-১ ক্যাম্প গ্রেফতারে তৎপর হয় এবং পাবনায় আসামিদের অবস্থান নিশ্চিত করে র্যাব-১২, সিপিসি-২, কোম্পানি পাবনা কে জানালে শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় পাবনা জেলার সদর থানার ভাঁড়ারা এলাকায় অভিযান পরিচালনা করে গলাচিপা উপজেলার গ্রামর্দ্দন গ্রামের ইসমাইল শিকদারের ছেলে কুদ্দুস শিকদার, স্ত্রী রেহানা বেগম, ছেলে এনামুল, মেয়ে মোছা. সুখী বেগমকে গ্রেফতার করে। পরে র্যাব আসামিদেরকে রবিবার বিকালে গলাচিপা থানায় সোপর্দ করে।
মামলার বিবরণে জানা যায়, পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গ্রামর্দ্দন গ্রামে জমি-জমা নিয়ে বিরোধের জেরে গত ১৩ ফেব্রুয়ারি চাচার হাতে আহত হন শামিম। স্থানীয় চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গত ১৫ ফেব্রুয়ারি সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত শামিম পেশায় একজন অটোরিকশা চালক। এ ঘটনায় গত ১৭ ফেব্রæয়ারি গলাচিপা থানায় একটি হত্যা মামলা হয়, মামলা নং-১২।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, র্যাবের সহায়তায় শামিম হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়। বর্তমানে আসামিরা গলাচিপা থানা হাজতে আছে।