পটুয়াখালীর গলাচিপায় গত ২৯ জানুয়ারি ২০২৫ইং প্রচারিত নিউজের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরাম কার্যালয়ে মোহাম্মদ নেছার উদ্দিন প্রিন্স ও তার মা, আঙেঁচ বেগম, বোন, ঝরনা বেগম, এবং ছাবরিনা বেগম, এদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় সংবাদ সম্মেলনে, মোহাম্মদ নেছার উদ্দিন প্রিন্স এর বিরুদ্ধে , এর বড় ভাই মোকছেদুলের মিথ্যা তথ্যের ভিত্তিতে ডিবিসি টেলিভিশনে মিথ্যা নিউজ প্রচার করে। সেই প্রচারিত নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, নেছার উদ্দিন প্রিন্স এর মা ও বোনেরা ।
মোহাম্মদ নেছার উদ্দিন প্রিন্স বলেন, তার বড় ভাই মোকছেদুল উপজেলার চিকনিকান্দি ব্রিজ সংলগ্ন এই দুই ভাইকে দুটি দোকান ঘর করে দেয় তাদের বাবা, বড় ভাই মোকছেদুলের অংশ ছোট ভাই নেছার উদ্দিন প্রিন্স এর কাছে তিনশত টাকার স্টামের মাধ্যমে বায়না লিখিত আকারে তাদের মা ও বোনের সাক্ষীক্রম নগদ টাকা ২৫ লক্ষ টাকা বিক্রি করে।
এ সময় প্রিন্সের মা আঙেঁচ বেগম বলেন, মোকছেদুলের দোকান ঘর ও গাছ বিক্রির টাকা সম্পূর্ণ পরিশোধ করে দেয় তার মেজো ছেলে নেছার উদ্দিন প্রিন্স। প্রিন্সের কাছে কোন টাকা মোকছেদুল পায় না।
এ সময় প্রিন্সের বোন ঝরনা বেগম ও ছাবরিনা বেগম বলেন, তাদেরকে স্বাক্ষী রেখে মো. নেছার উদ্দিন প্রিন্স এর নিকট থেকে ঘর ক্রয় বাবদ ২৫ লাখ ও গাছ বিক্রির টাকা মায়ের মাধ্যমে মোকছেদুলকে বুঝিয়ে দেয়া হয়।