February 8, 2025, 11:12 pm
শিরোনাম :
পটুয়াখালী ৪ সংসদীয় আসনে প্রার্থী  ঘোষণা করেছে জামায়াত পঞ্চগড়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত আড়াই ঘণ্টা পর ডিসির আশ্বাসে অনশন ভাঙলেন সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সদস্যরা সাবেক রেলমন্ত্রী সুজন রিমান্ড শেষে কারাগারে গলাচিপায় মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হত্যার পর লাশ গুমের মামলায় তিনদিনের রিমান্ডে সাবেক রেলমন্ত্রী সুজন ঘন কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়, তাপমাত্রা ১০.৭ ডিগ্রি আন্দোলনের যোদ্ধা ফাতেমা হারতে বসেছেন জীবনযুদ্ধে মেধার জোরেই মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন কৃষকের মেয়ে ফারজানা বাফুফের ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফরহাদ হোসেন আজাদকে গণসংবর্ধনা

বিদ্যালয় থেকে উধাও ৬৫ ইঞ্চি স্মার্ট টেলিভিশন

মো:বাবুল হোসেন. পঞ্চগড় ;
বিদ্যালয় থেকে উধাও ৬৫ ইঞ্চি স্মার্ট টেলিভিশন

পঞ্চগড় সদর উপজেলার এক মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি ৬৫ ইঞ্চি স্মার্ট টেলিভিশন উধাও হয়েছে।

গত ১ জানুয়ারি দিবাগত রাতে চাকলাহাট বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক আলতাব হোসেন গত ২ জানুয়ারি পঞ্চগড় সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ করার ১২ দিন অতিবাহিত হলেও সরেজমিন তদন্ত করতে যায়নি পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো প্রধান শিক্ষক বিকাল ৪টায় শ্রেণিকক্ষের দরজায় তালা দিয়ে চলে যায়। পরের দিন সকালে বিদ্যালয়ে এসে দেখেন হলরুমের মাঝখানের দরজার হেজবল খোলা। এসময় তিনি মাল্টিমিডিয়া শ্রেণি কক্ষে দেখেন ৬৫ ইঞ্চি টেলিভিশনটি নেই।

তবে শিক্ষকসহ স্থানীয়দের অভিযোগ, হলরুমের চাবি যাদের কাছে আছে তাদের সহযোগিতায় চুরির এ ঘটনাটি ঘটেছে। কারণ শ্রেণি কক্ষটির তালাবন্ধ ছিল। একটি দরজার ভিতরের সিটকিনি খোলা ছিল। কোন মতেই জানালা দিয়ে হাত বাড়িয়ে সিটকিনি খোলা সম্ভব না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, চুরির বিষয়টি থানায় অভিযোগ করা হয়েছে। কিন্তু গত ১২দিনেও পুলিশ তদন্তে আসেনি। আমি যোগাযোগ করেছি।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, কয়েকদিন ছুটিতে ছিলাম। অভিযোগটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা