বরগুনা জেলা আমতলী থানা হতে ইয়াবাসহ মোঃ মনোয়ার হাওলাদার (৩২) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-৮ ।
শুক্রবার ১০ নভেম্বর সন্ধায় আমতলী থানাধীন খুড়িয়ার খেয়াঘাটের পশ্চিম পাশে উত্তর টিয়াখালী সাকিনস্থ বিশ^াস বাড়ীর সামনে হতে মোঃ মনোয়ার হাওলাদারকে গ্রেফতার করা হয়।
কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে আমতলী থানাধীন খুড়িয়ার খেয়াঘাটের পশ্চিম পাশে উত্তর টিয়াখালী সাকিনস্থ বিশ^াস বাড়ীর সামনে হতে ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন- বিয়ে বাড়িতে সাউন্ড বক্স বাজানো নিয়ে সংঘর্ষে আহত ১৫
তিনি আরও জানান, আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় সে একজন দিনমজজুরী হলেও ইয়াবাই তার প্রকৃত ব্যবসা। এলাকায় দীর্ঘ দিন যাবত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিয়া আসছিল। আসামীর নিকট হতে ১০ (দশ) পিচ কথিত ইয়াবা, ০১ টি মোবাইল, ০১ টি টেলিটক সীম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী আমতলী থানাধীন ২নং ওয়ার্ডের মোঃ জয়নাল আবেদীন হাওলাদার এর ছেলে মোঃ মনোয়ার হাওলাদার ।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে বরগুনা জেলার আমতলী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।