February 8, 2025, 9:53 pm
শিরোনাম :
পটুয়াখালী ৪ সংসদীয় আসনে প্রার্থী  ঘোষণা করেছে জামায়াত পঞ্চগড়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত আড়াই ঘণ্টা পর ডিসির আশ্বাসে অনশন ভাঙলেন সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সদস্যরা সাবেক রেলমন্ত্রী সুজন রিমান্ড শেষে কারাগারে গলাচিপায় মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হত্যার পর লাশ গুমের মামলায় তিনদিনের রিমান্ডে সাবেক রেলমন্ত্রী সুজন ঘন কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়, তাপমাত্রা ১০.৭ ডিগ্রি আন্দোলনের যোদ্ধা ফাতেমা হারতে বসেছেন জীবনযুদ্ধে মেধার জোরেই মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন কৃষকের মেয়ে ফারজানা বাফুফের ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফরহাদ হোসেন আজাদকে গণসংবর্ধনা

এক ট্রলারেই ধরা পড়লো ৪০ লাখ টাকার ইলিশ

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী ;
এক ট্রলারেই ধরা পড়লো ৪০ লাখ টাকার ইলিশ

জেলেদের জালে অনেক দিন ধরে সাগরে খুব কম মাছ ধরা পড়ছে। ঠিক এই মুহুত্রে বঙ্গোপসাগর থেকে ১৯৫ মণ ইলিশ নিয়ে পটুয়াখালীর কুয়াকাটার আলীপুর মৎস অবতরণ কেন্দ্রে এসেছে একটি ট্রলার। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় আলীপুরের মেসার্স ফাইভ স্টার ফিস নামের একটি মৎস্য আড়তে নিয়ে আসা হয়।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি হয়। যার মূল্য ছিলো ৪০ লাখ ১৪ হাজার টাকায়। মাছগুলো ৬০০ গ্রাম থেকে ৮০০ গ্রাম ওজনের মাছ প্রতিমণ ৪০ হাজার টাকা, ৪০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম ওজনের প্রতিমণ মাছ ২৫ হাজার টাকা এবং ছোট সাইজের প্রতি মণ মাছ ১৫ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। অন্যান্য বিভিন্ন প্রজাতির মাছ ৫৪ হাজার টাকা বিক্রি হয়েছে।

জানা গেছে, এফ.বি. বিসমিল্লাহ-১ নামের মাছ ধরার ট্রলারটি গত ৬ জানুয়ারি আলীপুর ঘাট থেকে ১৭জন জেলে নিয়ে সমুদ্রে ফিশিং করতে যায়। চার দিন সমুদ্রের বিভিন্ন এলাকায় জাল ফেলে কাঙ্খিত মাছগুলো ধরা পড়েছে।

ট্রলারের মাঝি একলাস গাজী বলেন, ‘আলীপুর ঘাট থেকে ১৭ জন জেলে সমুদ্রে যাই। ফিশিং করতে করতে কক্সবাজার সংলগ্ন গভীর সমুদ্রে জাল ফেলে মাছগুলো পেয়েছি। বর্তমানে সমুদ্রে মাছ বেশি ধরা পড়েছে না‌। এরমধ্যেও এতো মাছ পেয়ে আল্লাহ আমাদের দিয়েছেন। আলহামদুলিল্লাহ।’ গত মঙ্গলবার (৭ জানুয়ারি) ও বুধবার (৮ জানুয়ারি) কুয়াকাটা থেকে পূর্ব-দক্ষিণ দিকে ৯০ কিলোমিটার গভীর সমুদ্রে এই ধরা পড়ে।

এফবি বিসমিল্লাহ-১ ট্রলারের মালিক খলিলুর রহমান খান বলেন, অনেক দিন ধরে সাগরে খুব কম মাছ ধরা পড়ছে। আমাদের লোকসান গুণতে হচ্ছিল। এই মাছ বিক্রি করে আগের লোকসান কিছুটা কাটিয়ে উঠতে পারবো।

আরও পড়ুন – পঞ্চগড় সীমান্তে ডলার-ইউয়ান-রুপী সহ বাংলাদেশি আটক

Connect Us:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা