February 8, 2025, 11:00 pm
শিরোনাম :
পটুয়াখালী ৪ সংসদীয় আসনে প্রার্থী  ঘোষণা করেছে জামায়াত পঞ্চগড়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত আড়াই ঘণ্টা পর ডিসির আশ্বাসে অনশন ভাঙলেন সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সদস্যরা সাবেক রেলমন্ত্রী সুজন রিমান্ড শেষে কারাগারে গলাচিপায় মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হত্যার পর লাশ গুমের মামলায় তিনদিনের রিমান্ডে সাবেক রেলমন্ত্রী সুজন ঘন কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়, তাপমাত্রা ১০.৭ ডিগ্রি আন্দোলনের যোদ্ধা ফাতেমা হারতে বসেছেন জীবনযুদ্ধে মেধার জোরেই মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন কৃষকের মেয়ে ফারজানা বাফুফের ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফরহাদ হোসেন আজাদকে গণসংবর্ধনা

ফরিদপুরের মধুখালীতে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুর প্রতিনিধি;

ফরিদপুরের মধুখালী উপজেলার ছকড়িকান্দি নামক স্থানে ফরিদপুর-যশোর সড়কে মুক্তা পরিবহন নামে এক যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো বাধন দাস(২২), প্রান্ত বিশ্বাস(২১)। নিহতরা ২ জনই ফরিদপুর শহরতলীর শোভারামপুর এলাকার বাসিন্দা। এরা সম্পর্কে একে অপরের শ্যালক ও দুলাভাই।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

এদিকে দুর্ঘটনার পরে করিমপুর হাইওয়ে পুলিশের সদস্যরা লাশ উদ্ধার করতে গেলে ক্ষিপ্ত হয়ে উঠে স্থানীয়রা। তারা উদ্ধারকারী পুলিশ দলের উপর হামলা করার চেষ্টাও চালায়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

স্থানীয়দের অভিযোগ, পুলিশের চেক পোস্টে মটরসাইকেলটি থামানোর সিগনাল দেয়, মাটরসাইকেলটি না থেমে পুলিশকে পাশ কাটিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেসময় বিপরীতদিক থেকে আসা মুক্তা পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। দুঘটনায় মটরসাইকেলটি বাসের নিচে চলে যায়, বাসটি মটরসাইকেলটিকে প্রায় ২০০ মিটার দূরে টেনে নিয়ে যায়।

করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন জানান, পুলিশের চেকপোস্ট ছিল ঘটনাস্থল থেকে বেশ দূরে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় উদ্ধার কাজে। পুলিশের ভয়ে পালাতে গিয়ে বাস চাপায় মৃত্যু ঘটনাটি সত্য নয়। বিভিন্ন সময়ে নসিমন, করিমন, অটোরিক্সার বিরুদ্ধে হাইওয়ে পুলিশ অভিযান চালায়, সেকারনেও এলাকার মানুষ উত্তেজিত হতে পারে। এই ঘটনার ঘাতক বাসটি আটক করা হয়েছে। নিহত ২ জনের মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন – পঞ্চগড় সীমান্তে ডলার-ইউয়ান-রুপী সহ বাংলাদেশি আটক

Connect Us:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা