January 17, 2025, 7:08 pm

রাঙামাটিতে অবৈধ তিনটি ইটভাটা বন্ধ ও জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

রাঙামাটি প্রতিনিধি ;
রাঙামাটিতে অবৈধ তিনটি ইটভাটা বন্ধ ও জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

রাঙামাটির কাউখালী উপজেলায় হাইকোর্টের নির্দেশনানুসারে অভিযান পরিচালনা করে তিনটি ইটভাটা বন্ধ ও ৫০ হাজার করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল থেকে এসব ইটাভাটা বন্ধ করে জরিমানাও আদায় করেছে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ইটভাটার জ্বলন্ত চুল্লির আগুন নিভিয়ে এবং এলজিইডির সহায়তায় এস্কেভেটর দিয়ে কাঁচা ইটগুলো ধ্বংস করা হয়েছে।

১০ জানুয়ারি শুক্রবার দিনব্যাপী এই অভিযান চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় কর্তৃপক্ষ।

কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী কর্মকর্তা জানান, কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের গাড়িছড়া গ্রামের জেবিএম ব্রিকস, আদর্শগ্রামে এটিএম ব্রিকস এবং তারাবুনিয়া গ্রামে এমএন্ডসি ব্রিকস মালিককে ৫০ হাজার করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ইটভাটাগুলো বন্ধ করে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃপক্ষ।

আরও পড়ুন – পঞ্চগড় সীমান্তে ডলার-ইউয়ান-রুপী সহ বাংলাদেশি আটক

Connect Us:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা