January 17, 2025, 6:16 pm

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর পরিকল্পনা নিয়েছে সরকার : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

মনোরঞ্জন সরকার, নেত্রকোনা ;
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর পরিকল্পনা নিয়েছে সরকার : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

হাওরাঞ্চলে ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয় মুখি করতে মিড ডে মিল চালুর পরিকল্পনা নিয়েছে সরকার, সেইসাথে শিক্ষকদেরও নিয়মিত কারণে ব্যবস্থা নেয়া হচ্ছে। পরিবর্তন ও পরিমার্জনের জন্য চলতি বছর বই বিতরণে কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছে। আগামী বছর প্রথম দিনেই সকল শিক্ষার্থীরা নতুন বই পাবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার।

সুনামগঞ্জের মধ্যনগর থানার বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে শতবর্ষ উদযাপন উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক বসন্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও পুনর্মিলনী অনুষ্ঠানে দিনব্যাপী নানা আয়োজন করা হয়। এতে সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এর পুবে ধমপাশা দশধরী দুধবহর ড.রফিক চৌধুরী হাই স্কুলে নবনির্মিত ক্যাম্পাস উদ্বোদন করেন তিনি।

Connect Us:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা