January 17, 2025, 6:24 pm

পরিচ্ছন্ন স্কুল থেকে পরিচ্ছন্ন শহর: তারুণ্যের হাত ধরে পঞ্চগড়ের স্বপ্নযাত্রা

মোঃ বাবুল হোসেন. পঞ্চগড় ;
পরিচ্ছন্ন স্কুল থেকে পরিচ্ছন্ন শহর: তারুণ্যের হাত ধরে পঞ্চগড়ের স্বপ্নযাত্রা

পঞ্চগড়ে চলছে মাসব্যাপি তারুণ্যের উৎসব। এই উৎসবের নানা আয়োজনে বৃহস্পতিবার শুরু হয়েছে ‘ আমার স্কুল পরিচ্ছন্ন স্কুল আমার শহর পরিচ্ছন্ন শহর’ কার্যক্রম।

দুপুরে জেলা শহরের ১ নং মডেল সরকারি প্রার্থমিক বিদ্যালয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: সাবেত আলী ।

এই কর্মসূচীতে প্রার্থমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজের স্কুল পরিচ্ছন্ন রাখতে উদ্বুদ্ধ করা হবে। তরুণদের সামাজিক সংগঠন উত্তরনের সহযোগিতায় জেলা প্রশাসন এই কর্মসূচীর উদ্যোগ নিয়েছে। জেলা প্রশাসক জানান, এই কর্মসূচীতে স্কুল শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠান নিজেরাই পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেবে । শিশুদের আত্নবিশ্বাসী এবং দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে ছোট থেকেই তাদেরকে এসব শিক্ষা দেয়া প্রয়োজন। কর্ম থেকেই তারা আনন্দ লাভের পাশাপাশি নতুন কিছু অর্জন করবে। তাদের মধ্যে লিডারশিপ তৈরী হবে। তাই তারুণ্যের উৎসবে এই আয়োজন।

পরিচ্ছন্ন স্কুল থেকে পরিচ্ছন্ন শহর: তারুণ্যের হাত ধরে পঞ্চগড়ের স্বপ্নযাত্রা

জাতীয় সংঙীত ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের শিক্ষক শামীম আরার সঞ্চালনায় উদ্বোধনৗ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন, এল জি ই ডির নির্বাহী পরিচালক মাহমুদ জামান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল মালেক , সহকারী প্রার্থমিক অফিসার সাইফুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি, মোকাদ্দেসুর রহমান সান, উত্তোরনের উপদেষ্টা মেহেদী হাসান খান বাবলা, বাংলাভিষনের জেলা প্রতিনিধি মোসারফ হোসেন, উত্তরনের সদস্য ইফ্ফাত আনজুম প্রমুখ।

আলোচনা শেষে শিক্ষার্থীরা নৃত্য,সঙ্গীত ও কবিতা আবৃত্তি পরিবেশন করে। পরে জেলা প্রশাসক সহ শিক্ষার্থীরা মাঠ পরিচ্ছন্ন করতে অংশ নেন। জেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসবে ১৯ টি ইভেন্ট আয়োজিত হবে।

Connect Us:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা