January 17, 2025, 5:55 pm

গলাচিপায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ উপজেলা নির্বাহী অফিসার

স্টাফ রিপোর্টার, গলাচিপা ;
গলাচিপায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ উপজেলা নির্বাহী অফিসার

পটুয়াখালী গলাচিপায় দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ঘন কুয়াশার সাথে বইছে উত্তরের হিমেল হাওয়া ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন এবং দেখা মিলছে না সূর্যের।  চরম দুর্ভোগে পড়েছে নিম্নয়ের খেটে খাওয়া মানুষ।এই দুর্যোগ পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাড়িয়ে শীতবস্ত্র হাতে তুলে দিয়েছেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান।

মানুষ মানুষের জন্য এই স্লোগানকে সামনে রেখে গলাচিপা উপজেলার প্রায় দুই শততিক মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন গলাচিপা উপজেলার নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান। 

শনিবার বেলা ১১টার দিকে উপজেলা এ কম্বল বিতরণ শুরু করে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দুই শতাধিক এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন উপজেলার নির্বাহী অফিসার।

এই অসহায় মানুষেরা যানান, আমাদের এই গরিব ও অসহায় মানুষের কাছে এসে এই ভাবে কোনো অফিসারের হাত থেকে কম্বল পায়নি তাই প্রথমবারের মতন আমাদের উপজেলা নির্বাহী অফিসারের হাত থেকে কম্বল পেয়ে আমরা অতন্ত্য খুশি। আমরা স্যারের জন্য দোয়া করি।

আরও পড়ুন- গলাচিপায় পৌর বিএনপির প্রশিক্ষণ কর্মশালা

Connect Us:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা