পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায়, দুস্থ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক, শিল্পপতি মোঃ কামরান শহীদ প্রিন্স মহব্বত।
রোববার সকাল ১১:০০ টায় গলাচিপা পৌরসভার কলেজ পড়ার তার নিজ বাসভবনে মোঃ কামরান শহীদ প্রিন্স মহব্বত এর নির্দেশনায় মোঃ পিয়াল খান এর তত্ত্বাবধানে গরিব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এর আগে উপজেলার গজালিয়া রতনদি তালতলী, নলুয়াবাগী সহ, আরো কয়েকটি ইউনিয়নে ১ হাজার শীত বস্ত্র বিতরণ করেন।
এ সময় উপকারভোগী কয়েকজন মানুষের সাথে কথা বলে জানা যায়, কামরান শহীদ প্রিন্স মহব্বাত ভাই প্রতিবছর তার নিজ তহবিল হতে কম্বল, লাঠি, হুইল চেয়ারসহ নগদ অর্থ বিতরণ করেন এবং মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর ও ঈদুল আযহার সময় গরিব ও অসহায়দের মাঝে গরু কিনে তা বিতরণ করেন। এছাড়াও এলাকার মানুষদের বিপদে বিভিন্ন ধরনের সাহায্যে সহযোগিতা করে থাকেন।
এ সময় পিয়াল খান বলেন, মোঃ কামরান শহীদ প্রিন্স মহব্বত ভাইয়ের সহযোগিতা অসহায়, দুস্থ, শীতার্তদের জন্য সব সময় চলমান থাকবে। তার নির্দেশে আজ পৌরসভায় ৪’শ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ১ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন- বাচসাস সাধারণ সম্পাদক রাহাত সাইফুলকে সংবর্ধনায় ভূষিত করলেন রাইজিংবিডি
Connect Us: