January 17, 2025, 5:31 pm

বাচসাস সাধারণ সম্পাদক রাহাত সাইফুলকে সংবর্ধনায় ভূষিত করলেন রাইজিংবিডি

নিজস্ব সংবাদদাতা ;
বাচসাস সাধারণ সম্পাদক রাহাত সাইফুলকে সংবর্ধনায় ভূষিত করলেন রাইজিংবিডি

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাধারণ সম্পাদক মো. রাহাত মিয়াকে (রাহাত সাইফুল) সংবর্ধনা দিয়েছে দেশের জনপ্রিয় অনলাইন গণমাধ্যম রাইজিংবিডি পরিবার।

রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সংবাদমাধ্যমটির মিরপুরের নিজস্ব কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বিশেষ অতিথি ছিলেন মেগাস্টার উজ্জ্বল, রাইজিংবিডি ডটকমের প্রকাশক এস এম জাহিদ হাসান, স্কাইরুট মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম মিল্টন, রাইজিংবিডির নির্বাহী সম্পাদক তাপস রায়, বার্তা সম্পাদক রাসেল পারভেজ, প্রধান প্রতিবেদক হাসান মাহমুদ, বিশেষ প্রতিবেদক কেএমএ হাসনাতসহ রাইজিংবিডি পরিবারের সদস্যরা।

গত ১ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে বাচসাসের ২০২৪-২৬ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কামরুল হাসান দর্পণ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এর আগে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন রাহাত সাইফুল। তা ছাড়াও সাংবাদিকদের মাদার সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য তিনি।

সাংবাদিকতা ক্যারিয়ারে’ গোলাম কিবরিয়া’ সম্মাননাসহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন রাহাত সাইফুল। সমাজসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি। ২০২০ সালে করোনা মহামারির সময়ে মানব কল্যাণ সংগঠন ‘বোধ’ প্রতিষ্ঠা করেন। এরই মধ্যে সংগঠনটি নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করেছে।

Connect Us:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা