পটুয়াখালীর গলাচিপায় তারুণ্যের উৎসব-২০২৫ আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, উপজেলা জামায়াতের আমীর জাকির হোসেন, উপজেলা গণঅধিকার পরিষদের আহব্বায়ক হাফিজুর রহমান, গলাচিপা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড প্রমুখ।
এছাড়া, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, তরুনরাই সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে। তাদের মেধা, মনন, শ্রম ও নব উদ্যমে দেশ গঠনে সহায়তা করবে। তাই তাদেরকে আমাদের সকলের অগ্রাধিকার দিতে হবে। তবেই দেশে সর্ব ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হবে।
আরও পড়ুন – গলাচিপায় কন্যা শিশুর ভ্রুণ উদ্ধার
Connect Us: