January 17, 2025, 7:08 pm

গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রাজা সম্পাদক মাসুম

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী);
গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রাজা সম্পাদক মাসুম

গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মো. রাজা মিয়া সভাপতি ও মিয়া মো. মাসুম বিল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে ৩ জনের নামের প্রস্তাব আসলেও পরবর্তীতে হাউসে সকলের উপস্থিতিতে ২ জন তাদের নাম প্রত্যাহার করায় মো. রাজা মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিয়া মো. মাসুম বিল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহব্বায়ক ও সদস্য সচিবের উপস্থিতিতে উপজেলার ২৪৬ জন শিক্ষকের অংশগ্রহণে সম্মেলন অনুষ্ঠিত হয়।

গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে ও উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনতাসীর মামুনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহব্বায়ক এম এ মতিন, সদস্য সচিব মঞ্জুরুল আলম, গলাচিপা উপজেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর হোসেন খান, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন প্রমুখ।

Connect Us:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা