January 17, 2025, 6:07 pm

গলাচিপায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী);
গলাচিপায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

সোমবার প্রত্যুষে গলাচিপা থানা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা করা হয়। ওই দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৮টায় গলাচিপা উপজেলা মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। পরে গলাচিপা থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, গলাচিপা পৌরসভা, গলাচিপা প্রেস ক্লাব, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাসিম রেজা, গলাচিপা থানার অফিসার ইনচার্জ(ওসি) আশাদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, জেলা জামায়াতের সদস্য ইয়াহিয়া খান, উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক হাফিজুর রহমান প্রমুখ।

এদিকে, বেলা ১১টায় উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিজয় র‌্যালি বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন খান, খন্দকার মিজানুর রহমান, আব্দুস সালাম মৃধা, পঙ্কজ দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ আলম তালুকদার, মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শাহিন খন্দকার, আসাদুজ্জামান সবুজ, কৃষি বিষয়ক সম্পাদক সাগর খান, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহমান জিয়া প্রমুখ।   

অপরদিকে, এর আগে সকাল সাড়ে ৯টায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোহরাব মিয়ার নেতৃত্বে একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করা হয়। সকাল ১০টায় উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক হাফিজুর রহমানের নেতৃত্বে বিজয় র‌্যালি বের করা হয়। সকাল সোয়া ১০টায় উপজেলা জামায়াতের আমীর ডা. জাকির হোসেনের নেতৃত্বে এবং সকাল সাড়ে ১০টায় উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিকের নেতৃত্বে বিজয় র‌্যালি বের করা হয়। 

Connect Us:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা