January 17, 2025, 5:07 pm

গলাচিপায় উপজেলা বিএনপির আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার, গলাচিপা ;
গলাচিপায় উপজেলা বিএনপির আনন্দ মিছিল
তারেক রহমানের খালাসে গলাচিপায় উপজেলা বিএনপির আনন্দ মিছিল

২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় পটুয়াখালীর গলাচিপায় আনন্দ মিছিল করেছেন গলাচিপা উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

সোমবার (২ ডিসেম্বর) বিকালে উপজেলা বিএনপি আয়োজনে রেজিস্ট্রি অফিসের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মঞ্চে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আ. ছাত্তার হাওলাদার, পৌর সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ তালুকদার, উপজেলা সাংগঠনিক সম্পাদক শাহিন খন্দকার, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি মাসুদ রানা, পৌর যুবদল আহবায়ক মো. জাহিদুল ইসলাম জাহিদ।

আরও উপস্থিত ছিলেন, পৌর যুব দলের যুগ্ন আহ্বায়ক ভাষান মাহমুদ, পৌর যুব দলের সদস্য মাহাবুবুর রহমান বাবুল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফজলুল হক শাকিল ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, পৌর শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক ফোরকান খলিফা যুবদল নেতা ইউসুফ সিকদার, সদস্য সচিব উপজেলা শ্রমিক দলের মেহেদী হাসান বাবুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন পাওয়া সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার আগে বিচারিক আদালতের দেওয়া রায় এবং মামলার অভিযোগপত্রকে অবৈধ ঘোষণা করেছেন কোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

উল্লেখ্য,  ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার একটি আদালত গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন। বর্তমানে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন – তারেক রহমানের খালাসে গলাচিপায় আনন্দ মিছিল

Connect Us:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা