দিনাজপুরের বড়পুকুরিয়া খনিএলাকায় সড়ক দুর্ঘটনায় বিপ্লব সরকার (১৪) নামে এক ৫ম শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার বিকেল ৫টায় বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার কালুপাড়া গ্রাম সংলগ্ন স্থানে পার্বতিপুর -ফুলবাড়ী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বিপ্লব পার্বতিপুর উপজেলার হাবড়া রসুলপুর গ্রামের বিনোদ সরকারের ছেলে এবং উত্তর রসুলপুর
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র।
প্রত্যক্ষদর্শী অমল চন্দ্র ও কনা রানী জানান, নিহত বিপ্লব সহ তারা একটি অটো চার্জারে করে পার্শবতী নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে বৌভাত অনুষ্ঠানে দাওয়াত খেতে যাচ্ছিলেন। যাওয়ার পথে ঐ স্থানে আসলে ফুলবাড়ী থেকে বড়পুকুরিয়াগামী একটি ট্রাকটর অটো চার্জারের সাথে ধাক্কা লাগে এসময় অটোতে থাকা বিপ্লব সরকার মাথা বাহির করলে সে ছিটকে সড়কে পড়ে
যায় এবং ট্রাকটরের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মৃত্যু বরন করেন।
খবর পেয়ে বড়পুকুরিয়া ফাঁড়ী পুলিশ লাশ উদ্ধার করে ট্রাক্টরটি আটক করলেও চালক পলিয়ে যান।
এব্যাপারে বড়পুকুরিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো:সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়া হয়েছে। ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে এবং একটি অস্বাভাবিক মৃত্যু মামলা করা হয়েছে।