রাজধানীর কারওয়ানবাজার এলাকা থেকে সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩০ নভেম্বর রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে কারওয়ানবাজারের জনতা টাওয়ারে সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসাইন জানান, কারওয়ানবাজারের জনতা টাওয়ারে একটি মিডিয়া অফিসে গিয়েছিলেন তিনি সেখান থেকে গাড়ি নিয়ে বের হওয়ার সময় একদল মানুষ তাকে ঘিরে ধরেছিলেন আমরা জানার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মুন্নী সাহাকে উদ্ধার করি। পরবর্তীতে পুলিশের গোয়েন্দা শাখার একটি দল তাকে হেফাজতে নিয়েছে।
তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, একটি মামলায় মুন্নী সাহা অভিযুক্ত। গত ১৯ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নায়েম হাওলাদার (১৭) নামে এক শিক্ষার্থী নিহত হন। ওই ঘটনায় ২২ জুলাই ১৯৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়। আসামি তালিকায় মুন্নি সাহাসহ সাতজন সাংবাদিকের নাম রয়েছে। নায়েমের বাবা কামরুল ইসলাম বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করেছিলেন।
Connect Us: