পটুয়াখালীর গলাচিপায় ২ মন নিষিদ্ধ শাপলা পাতা মাছ জব্দ করে উপজেলা বন বিভাগ।
শনিবার (৩০ নভেম্বর) সকাল ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের চিকনিকান্দি বাজারে উপজেলা বনবিভাগের সদস্যরা অভিযান পরিচালনা করে ২ মন নিষিদ্ধ শাপলা পাতা মাছ জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৫০ হাজার টাকা। পরবর্তীতে গলাচিপা বন বিভাগের প্রতিনিধিরা জব্দকৃত শাপলা পাতা মাছ মাটিতে পুঁতে বিনষ্ট করেন। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা বন বিভাগের বিএম মো.নাঈম হোসেন।
উপজেলা বন বিভাগের বিএম মো.নাঈম হোসেন বলেন, নিষিদ্ধ শাপলা পাতা মাছ জব্দ করে আমরা নিয়ে আসি, পরবর্তীতে জব্দকৃত মাছের খবর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান স্যার ও উপজেলা বন কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম স্যারকে জানালে তারা জব্দকৃত মাছ মাটিতে পুঁতে ধ্বংস করতে বলেন, আমরা তাদের নির্দেশক্রমে মাটিতে পুঁতে দেই।
এই বিষয় উপজেলা বন কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের সদস্যরা উপজেলার চিকনিকান্দি বাজারে অভিযান পরিচালনা করে ২মন শাপলা পাতা মাছ জব্দ করে। পরে জব্দকৃত মাছ মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
আরও পড়ুন – ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যার বিচারের দাবিতে গলাচিপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ